পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
লাকসাম (কুমিল্লা ) উপজেলা সংবাদদাতা:কুমিল্লার রুরাল কো-অপারেটিভ সোসাইটির (আরসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহানের বিরুদ্ধে কুমিল্লার যুগ্ম দায়রা জজ ২য় আদালতে ২০ লাখ টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। তবে এ ক্ষেত্রে জরিমানা পরিশোধের দায় থেকে অব্যাহতি পাবে না। গত ৭ সেপ্টেম্বর যুগ্ম দায়রা জজ বেগম শায়লা শারমিন এ আদেশ প্রদান করেন। সূত্র জানায়, মামলার পলাতক আসামি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আদবপুর গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে রুরাল কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান মামলার বাদী লাকসাম পৌরসভার কোমরডোগা গ্রামের মৃত হাজী আবদুল গনির ছেলে মমতাজ উদ্দিনকে ১০ লাখ টাকা করে ২টি চেক প্রদান করেন। চেকে বর্ণিত টাকা উত্তোলন করতে না পেরে তিনি কুমিল্লার বিজ্ঞ দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। অবশেষে আদালত ওই মামলার রায় ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।