পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা শহরের কেশব মোড়ে সম্প্রতি মীম মটরস এ মাহিন্দ্র টু হুইলার্স আফতাব আটো মোবাইলের সেলস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেন্টারের উদ্বোধন করেন মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অপরেটিভ ডিরেক্টর অমিত ভট্টাচার্য, হেড অফ সেলস মোঃ আবু হানিফ, মাগুরা বিআর টিএর সহকারী পরিচালক বিলাপ সরকার, প্রেস ক্লাবের সদস্য সচিব আমিরুল হাসান, ইসলামী ব্যাংক মাগুরা শাখার এজিএম নূরল ইসলাম, প্রতিষ্ঠানের মাগুরার ডিলার মিলন শিকদার প্রমুখ। বক্তারা বলেন, এ শোরুমের উদ্বোধনের মাধ্যমে মাগুরার জনগণ এ কোম্পানির সকল প্রকার মোটর সাইকেল ক্রয়, সার্ভিসিংসহ যাবতীয় সুযোগ ও সেবা মাগুরায় বসেই পাবে। অনুষ্ঠানে মাগুরার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।