Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. শফিকুল ইসলাম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট এর মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম। গত মঙ্গলবার তাঁকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি প্রদান করে প্রধান কার্যালয়ে বহাল করা হয়েছে। তিনি ১৯৯৩ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। মো. শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসে মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে আন্তর্জাতিক সভা, সেমিনার ও প্রশিক্ষণে যোগদান করতে তিনি ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, আজারবাইজানসহ বিভিন্ন দেশ সফর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মো. শফিকুল ইসলাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ