পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন শহীদ উল্লা খন্দকার। তাকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রেসিডেন্টের কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োজিত সচিব শহীদ উল্লা খন্দকারকে জনস্বার্থে পুনরায় এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়টি সদয় বিবেচনা করা যেতে পারে বলে সারসংক্ষেপে বলা হয়েছে।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫ম ব্যাচের কর্মকর্তা হিসাবে ১৯৮৬ সালে চাকরিতে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সালের গত ২৯ সেপ্টেম্বর গৃহায়ন ও গণপূর্ত মালয়ের সচিব পদ হতে অবসর গমন করেন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৭ সালের প্রজ্ঞাপনে তাকে ২ বছর মেয়াদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালে তাকে পুনরায় দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ২৯ সেপ্টেম্বর পূর্ণ হবে।
শহীদ উল্লা খন্দকারের দীর্ঘদিনের কর্ম-অভিজ্ঞতা, পেশাগত দক্ষতাকে অধিকতর প্রয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তীকে পুনরায় ১ বছর মেয়াদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা প্রয়োজন বলে মনে করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী প্রেসিডেন্ট কোন কর্মচারীকে তার অবসর গ্রহণের পর জনস্বার্থে সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিধান রয়েছে। শহীদ খন্দকারকে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের প্রস্তাব করা হয়। শহীদ উল্লা খন্দকার ১৯৪৮ সালের গত ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।