পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাত্র চার কার্যদিবস চলবে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। গতকাল বুধবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে করোনাভাইরাস পরিস্থিতির কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম দিনের বৈঠক শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে মূলতবি করা হয়।
করোনা মহামারির মধ্যে অনুষ্ঠিত অন্য অধিবেশনগুলোর মতো কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যদের অংশগ্রহণে এই অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অনুপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ থাকায় সংসদে যেতে পারছেন না। অধিবেশনের শুরুতে স্পিকার নতুন সভাপতিমন্ডলী মনোনয়ন করেন। সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন- মো. শহীদুজ্জামান সরকার, অ্যাডভোকেট শামসুল হক টুকু, আব্দুল মমিন মন্ডল, ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ ও শেখ অ্যানি রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।
অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে সংসদে একটি অধ্যাদেশ উত্থাপন করেন। এরপর স্পিকার ১৩তম অধিবেশনের পর থেকে প্রয়াতদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে চলতি সংসদের সদস্য কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য মো. আলী আশরাফের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ, তোফাজ্জল হোসেন সরকার, জামাল উদ্দিন আহম্মদ, খুররম খান চৌধুরী, মো. রেজা খান জাহানারা বেগম ও আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডসের কারখানায় অগ্নিকান্ডে হতাহত, চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে হতাহত, হাইতিতে ভূমিকম্পে হতাহতসহ সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করা হয়।
স্পিকার গণসংগীত শিল্পী ফকির আলমগীর, গীতিকার ফজল-এ-খোদা, হাইকোর্টের বিচারপতি আমির হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এস এ সামাদ, ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং, জার্মানির ফুটবলার গার্ড মুলার, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জমান আহমেদের মা শামসুন্নাহার বেগম, সংসদ সদস্য মমতা হেনা লাভলীর মা আনোয়ারা খানম, সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের মা মানোয়ারা বেগম, সাবেক তথ্য কমিশনার আবু তাহের, কুলিয়ার চর গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী মুছা মিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম, সংসদ সচিবালয়ের সাবেক সচিব আবুল হাশেম, সংসদ সচিবালয়ের পরিচ্ছনকর্মী শ্রী শংকরের মৃত্যুতে শোক প্রকাশ করেন। এছাড়া দেশ-বিদেশে করোনা আক্রান্ত হয়ে মৃতদের জন্য শোক প্রকাশ করা হয়।
আলোচনার পর শোকপ্রস্তাব গ্রহণ শেষে মরহুমের বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে সংসদের রীতি অনুযায়ী অধিবেশন কিছুক্ষণ মুলতবি করা হয়। চলমান সংসদের কোনও সদস্য মারা গেলে সংসদে শোক প্রস্তাব গ্রহণ শেষে সংসদের বৈঠক মুলতবির রেওয়াজ রয়েছে। অধ্যাপক আলী আশরাফের জীবনের ওপর আলোচনার পর স্পিকার সংসদ অধিবেশন মুলতবি করেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশনের বৈঠক বসবে। করোনা পরিস্থিতির কারণে এবার শুক্রবারও জাতীয় সংসদের বৈঠক বসার সিদ্ধান্ত হয়েছে। ওইদিন বিকেল ৪টায় বসবে অধিবেশন। করোনার কারণে তাড়াতাড়ি অধিবেশন শেষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনাভাইরাস পরীক্ষা করে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিবেশনে যেতে হবে। সাংবাদিকরা এবারও সংসদের বৈঠকের সংবাদ সংগ্রহের জন্য সংসদ ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অধিবেশনে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।