পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
এনআরবিসি ব্যাংক কুষ্টিয়ার কুমারখালী ও সিলেটের কানাইঘাটে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। রোববার (২৯ আগস্ট) কুমারখালী উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, এখনও ব্যাংকিং সেবা থেকে যারা বঞ্চিত, প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা তাদের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে।
তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে এনআরবিসি ব্যাংক জড়িত থাকায় ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু বলেন, এনআরবিসি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে।
এদিকে, একই দিনে সিলেটের কানাইঘাট উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ওলিউর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময়, ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।