Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়ন ব্যয় ৪ হাজার কোটি টাকা বেড়েছে

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ব্যয় গত বছরের থেকে ৪ হাজার ১০০ কোটি টাকা বেশি হয়েছে।
তিন মাসে উন্নয়ন ব্যয় হয়েছে লক্ষ্যমাত্রার ৮ দশমিক ৭৩ শতাংশ, যা টাকার অঙ্কে ১০ হাজার ৭০০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৭ শতাংশ, যা টাকার অংকে ছিল ৬ হাজার ৮০০ কোটি টাকা। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানিয়ে বলেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে এবার এডিপি বাস্তবায়নের হার ভালো।
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে ১ লাখ ১৭ হাজার কোটি টাকা। এর মধ্যে মূল এডিপি ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি, এডিপিবহির্ভূত উন্নয়ন ব্যয় ৪ হাজার ১৪৭ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্নয়ন ব্যয় ৪ হাজার কোটি টাকা বেড়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ