Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিকের নতুন চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : মুশতাক হাসান মুহ. ইফতিখার বিসিকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। তিনি বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। তিনি জয়পুরহাট জেলা সদরে ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালের বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিয়মিত ব্যাচের একজন কর্মকর্তা। ইফতেখার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান), এলএলএম ও যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতিতে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি এনজিওবিষয়ক ব্যুরোর মহা-পরিচালক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ডিভিডেন্ড সংক্রান্ত সভা করবে আমরা টেকনোলজিস
ইনকিলাব ডেস্ক : পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ১০ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ওই দিন বিকেল ৫টায় কোম্পানির নিজস্ব অফিসে এ বোর্ড সভা অনুষ্ঠিত। সভায় ৩০ জ্নু, ২০১৬ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৫ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। Ñওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিকের নতুন চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ