Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের সঙ্গে ফ্লাইট চালু ৩ সেপ্টেম্বর থেকে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ৯:৫৮ পিএম

আগামী ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথে যোগাযোগ শুরু হচ্ছে। এই যোগাযোগ শুরু হবে এয়ার বাবল চুক্তির আওতায়। শনিবার (২৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়।

তবে ট্যুরিস্ট ভিসাধারী যাত্রীদের ওই তারিখ থেকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রাথমিক পর্যায়ে সপ্তাহে সাতটি ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে স্পাইস জেট তিনটি, এয়ার ইন্ডিয়া দুটি ও ইন্ডিগোর দুটি ফ্লাইট চালুর প্রস্তাব রয়েছে।

এদিকে বাংলাদেশেরও সাতটি ফ্লাইট থাকবে বলে জানা গেছে। বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান ও ইউএস-বাংলা এয়ারলাইন্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ