Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আঞ্চলিক ‘এমএফএস’ সেবা চালুর আহ্বান -আইনমন্ত্রীর

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ব্যবসা-বাণিজ্যের প্রসারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক পর্যায়ে মোবাইল ফোনে আর্থিক সেবা-মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর উদ্যোগ নিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতস্থ লা ম্যারিডিয়ান হোটেলের বলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। সপ্তদশ সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস্ কাউন্সিলের (এসএটিআরসি) তিন দিনের এ সম্মেলন আয়োজন করে। দেশে আর্থিক অন্তর্ভূক্তিতে এমএফএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সাড়ে তিন কোটির বেশি এমএফএস অ্যাকাউন্ট রয়েছে এবং এ মাধ্যমে প্রতিমাসে ৭-৮ শতাংশ লেনদেন বাড়ছে। অনুষ্ঠানে টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতির তথ্য তুলে ধরে আইনমন্ত্রী বলেন, দেশে বর্তমানে পাঁচটি অপারেটর থ্রিজি সেবা দিচ্ছে। মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির বেশি। এর মধ্যে ৩০ শতাংশের বেশি ইন্টারনেট ব্যবহার করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আঞ্চলিক ‘এমএফএস’ সেবা চালুর আহ্বান -আইনমন্ত্রীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ