পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় রতন নামের এক সউদী প্রবাসীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে তার আপন ভাই-বোন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। গতকাল বৃহস্পতিবার ডুমুরুয়া ইউনিয়ন বাবুপুর-শ্রীপুর গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলার শিকার রতন জানান, তিনি দীর্ঘদিন সউদী আরবে ছিলেন। সেখানে থাকা অবস্থায় টাকা-পয়সা পিতা-মাতা ও ভাই বোনদের নামে তিনি পাঠাতেন। ঐ টাকা দিয়ে নিজেদের বসবাসের জন্য তারা সম্পত্তি ক্রয় ও বিল্ডিং নির্মাণ করে। তিনি বিদেশ থেকে আসার পর তার বাবা মারা যান। এরপর রতন তার পাঠানো টাকা ও সম্পত্তির হিসেব চাইলে ভাই বোনেরা তার ওপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে বৃহস্পতিবার ছোট ভাই শিপন, বড় বোন কিরন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে পা ভেঙে ফেলে।
সেনবাগ থাকার ওসি আবদুল বাতেন মৃধা জানান, এ ঘটনা শুনেছি। তবে, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।