পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ও গ্রেফতারকৃত সকল আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন যুব জমিয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার যুব জমিয়ত বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সভায় এ দাবি জানানো হয়। যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিন হারুন এর পরিচালনায় রাজধানীর ঢাকার পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মুফতি হোসাইন বিন ওয়াক্কাস, যুগ্ম সম্পাদক মুফতি কামরুজ্জামান কাসেমী, সহ-সম্পাদক মুফতি ইব্রাহিম বিন মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসান আল মামুন, মাওলানা আব্দুল মতিন সরকার ও মাওলানা ইমরান হোসাইন। নেতৃবৃন্দ আরো বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন গেমসে আসক্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের নৈতিক পদস্খলন ঘটছে। অভিভাবকরা তাদেরকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ এর প্রতি লক্ষ্য রেখে কওমি মাদরাসাসহ সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে ও টিকা দিয়ে খুলে দেয়ার ব্যবস্থা করতে হবে। নেতৃবৃন্দ জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস (রহ.) ও হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) এর রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।