পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের সকল মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদানের উপযোগী করার আহŸান জানিয়েছেন মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন মাদরাসা’সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কর্যক্রম বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই এসকল শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দেয়ার প্রস্তুতি চলছে। ধীরে ধীরে দেশের করোনা পরিস্থিতির ভয়াবহতা পূর্বের তুলনায় অনেকাংশে হ্রাস পাচ্ছে। প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় ইতোমধ্যে দেশের সিংহভাগ জনসাধারণ ভ্যাকসিনেশনের আওতায় এসেছে। আশা করছি শিক্ষা মন্ত্রণালয়ের সদিচ্ছায় অচিরেই মাদরাসা’সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।
তারা আরো বলেন, দীর্ঘদিন পাঠদান কর্যক্রম বন্ধ থাকায় কিছুকিছু প্রতিষ্ঠান এলোমেলো ও অগোছালো অবস্থায় রয়েছে। সেসকল প্রতিষ্ঠানসমূহকে পাঠদানের জন্য যথাযথভাবে প্রস্তুত করার এখনই উপযুক্ত সময়। প্রতিষ্ঠানের আঙিনা, মাঠ, শ্রেণিকক্ষ, কমন রুম, শিক্ষক মিলনায়তন, বিজ্ঞান ল্যাব, কম্পিউটার ল্যাব, পাঠাগার, সৌচাগার’সহ সকল জায়গা ব্যবহারের উপযোগী করে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়া মাত্রই যেন পাঠদান কার্যক্রম শুরু করা যায় সে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাথেসাথে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীদের মানসিকভাবে তৈরী হতে হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষমুখী করতে প্রয়োজনে অভিভাবকগণের সাথে যোগাযোগ বজায় রাখতে হবে। মাদরাসা শিক্ষার সকিয়তা ধরে রাখতে এবং শিক্ষার্থীদের নীতি নৈতিকতা সম্পন্ন আদর্শ নাগরীক হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য সকল পর্যায়ের মাদরাসার প্রধান, শিক্ষক ও নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রতি জমিয়াত নেতৃবৃন্দ আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।