পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভিকটিম সাপোর্ট সেন্টারে নয়-উন্নতমানের হোটেলে রাখতে আবেদন জানিয়েছেন জেসমিন মালিকা ও লাইলা লিনার বাবা শরীফ ইমরান। তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকো। বাবা বাংলাদেশ বংশোদ্ভ‚ত মার্কিন নাগরিক শরীফ ইমরান। নিজ জিম্মায় ফিরে পেতে তাদের মা-বাবার আইনি লড়াইয়ের প্রেক্ষিতে হাইকোর্ট ইতিপূর্বে তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ওখানকার বিদ্যমান পরিবেশে শিশু দু’টি অভ্যস্থ নয় এবং এখানে তাদের শারীরিক ও মানসিক ক্ষতি হওয়ার আশঙ্কা ব্যক্ত করে শরীফ ইমরান এ আবেদন জানান। গতকাল বুধবার বিকেলে বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চে তাদের আবেদনের শুনানি হওয়ার কথা থাকলে পরবর্তীতে আদালত বসেননি। শিগগিরই এটির শুনানি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শরীফ ইমরানের আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ। তিনি বলেন, দুই শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে সুবিধামতো রাজধানীর যেকোনো একটি উন্নতমানের হোটেলে রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছি। কারণ, ভিকটিম সাপোর্ট সেন্টারের টয়লেট ও সার্বিক পরিস্থিতি তাদের সাপোর্ট করছে না। তাই আমরা আবেদনে বলেছি, হোটেলের যত ব্যয় হবে তার বাবা সেটি বহন করবেন। এছাড়া তাদের নিরাপত্তার জন্য যদি নারী পুলিশ রাখার ব্যবস্থা করতে হয় সেই খরচও তিনি বহন করবেন।
এর আগে গত ২৩ আগস্ট জাপানি দুই শিশুকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের মা এবং বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন। আগামী ৩১ আগস্ট দুই শিশুকে হাইকোর্টে হাজির করতে হবে। ওইদিন আদালত পরবর্তী আদেশ দেবেন। তবে আদালত উভয়পক্ষের আইনজীবীদের ৩১ আগস্টের মধ্যে বিষয়টি সমাধান করতে ভ‚মিকা রাখতে বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।