Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ২২ লাখ ১৭ হাজার ৫৬৯ প্রতি উপজেলায় ‘মিনি স্টেডিয়াম’ নির্মিত হবে

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার

প্রতিটি উপজেলায় ‘মিনি স্টেডিয়াম’ নির্মাণ করা হবে। ইতিমধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

গতকাল সোমবার জাতীয় সংসদে সংরিক্ষত মহিলা আসনের এমপি বেগম লুৎফা তাহেরের সম্পূরক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টার পর সংসদের অধিবেশন শুরু হয়।

 

বীরেন শিকদার বলেন, স্ট্যাটিস্টিক বিভাগের ২০১৫ সালের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সার্ভে অনুযায়ী বর্তমানে বাংলাদেশে শিক্ষিত  বেকারের সংখ্যা ২২ লাখ ১৭ হাজার ৫৬৯ জন।

 

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান প্রতিটি উপজেলায় খেলার মানোন্নয়নের লক্ষে উপজেলা পর্যায়ে ‘‘মিনি স্টেডিয়াম অবকাঠামো নির্মাণ’’-শীর্ষক প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। বীরেন শিকদার বলেন, মিনিট স্টেডিয়াম নির্মিত হলে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রশিক্ষিত ও সম্ভাবনাময় খেলোয়ার তৈরি হবে। 

 

ঝিনাইদহ-৪ আসনের এমপি মো. আনোয়ারুল আজিম আনার-এর সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পটি একনেক কর্তৃক দেশের যেসব উপজেলায় সরকারি মাঠ রয়েছে এবং কোনো ব্যক্তির নিজস্ব মালিকানাধীন জমি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে করে দিলে ওই জায়গা বা জমিতে স্টেডিয়াম নির্মাণ করা হবে মর্মে অনুমোদিত হয়েছে। সেই প্রকল্পের আওতায়  উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ- প্রথম পর্যায় (১৩১টি) শীর্ষক প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়েছে। খুব শীঘ্রই ওই প্রকল্পের কাজ শুরু হবে। ১৩১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ হওয়ার পর, যেসকল উপজেলা হতে প্রস্তাব পাওয়া যাবে, ইহার ভিত্তিতে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ ২য়  পর্যায় শীর্ষক প্রকল্পের কাজ শুরু করা হবে।  

 

চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৭টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে। এগুলো হলো- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জ খান সাহেবওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহম্মেদ ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম, সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, খুলনা শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়াম ও শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া। 

 

তিনি বলেন, দেশে আরো দুটি আন্তর্জাতিক মানের নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এগুলো হলোÑ পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স ও মানিকগঞ্জ আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স। 

 

ন্যাশনাল সার্ভিসে ১,৮,৭৮২ যুবকের অস্থায়ী কর্মসংস্থান করা হয়েছে

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায়  দেশের বেকার যুবসমাজের বেকারত্ব দূর করার জন্য  মোট ১ লাখ ১১ হাজার জনকে প্রশিক্ষণ  দেয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৭শ’ ৮২ জনকে জাতি গঠনমূলক কর্মকা-ে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। 

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে  প্রতিমন্ত্রী বলেন, এই কর্মসূচির আওতায় ২৪-৩৫ বছর বয়েসি এবং উচ্চ মাধ্যমিক ও তার  বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বেকার/যুব মহিলাদের ১০টি সুনির্দিষ্ট মডিউলে ৩ মাস  মেয়াদি  মৌলিক প্রশিক্ষণ প্রদানের পর জাতি গঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত দেশের ২৮টি  জেলার ৬৪টি উপজেলা এই কর্মসূচির আওতাভূক্ত। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে এই কর্মসূচি  দেশের সকল  জেলা উপজেলায় সম্প্রসারনের পরিকল্পনা রয়েছে।

সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগমের তারকা চিহিৃত আরেক প্রশ্নের জবাবে বীরেন শিকদার বলেন, স্ট্যাটিস্টিক বিভাগের ২০১৫ সালের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সার্ভে অনুযায়ী বর্তমানে বাংলাদেশে শিক্ষিত  বেকারের সংখ্যা ২২ লাখ ১৭ হাজার ৫৬৯ জন।

 

†`‡k wkw¶Z †eKv‡ii msL¨v 22 jvL 17 nvRvi 569

cÖwZ Dc‡Rjvq Ôwgwb †÷wWqvgÕ wbwg©Z n‡e

 

 

÷vd wi‡cvU©vi

 

cÖwZwU Dc‡Rjvq Ôwgwb †÷wWqvgÕ wbg©vY Kiv n‡e| BwZg‡a¨ GB cÖKí ev¯Íevq‡bi Rb¨ cwiKíbv Kwgk‡b cÖ¯Íve †cÖiY Kiv n‡q‡Q e‡j Rvwb‡q‡Qb hye I µxov cÖwZgš¿x ex‡ib wkK`vi|

MZKvj †mvgevi RvZxq msm‡` mswiÿZ gwnjv Avm‡bi Ggwc †eMg jyrdv Zv‡n‡ii m¤ú~iK cÖ‡kœi Rev‡e hye I µxov cÖwZgš¿x G Z_¨ Rvbvb| w¯úKvi W. wkixb kviwgb †PŠayixi mfvcwZ‡Z¡ we‡Kj 5Uvi ci msm‡`i Awa‡ekb ïiæ nq|

 

ex‡ib wkK`vi e‡jb, ÷¨vwUw÷K wefv‡Mi 2015 mv‡ji RyjvB-†m‡Þ¤^i ch©šÍ mv‡f© Abyhvqx eZ©gv‡b evsjv‡`‡k wkw¶Z  †eKv‡ii msL¨v 22 jvL 17 nvRvi 569 Rb|

 

cÖwZgš¿x e‡jb, †`‡ki we`¨gvb cÖwZwU Dc‡Rjvq †Ljvi gv‡bvbœq‡bi j‡ÿ Dc‡Rjv ch©v‡q ÔÔwgwb †÷wWqvg AeKvVv‡gv wbg©vYÕÕ-kxl©K cÖKíwU GK‡bK KZ…©K Aby‡gvw`Z n‡q‡Q| ex‡ib wkK`vi e‡jb, wgwbU †÷wWqvg wbwg©Z n‡j Z…Yg~j ch©v‡q cÖ‡Z¨KwU wkÿv cÖwZôvb n‡Z cÖwkwÿZ I m¤¢vebvgq †L‡jvqvi ˆZwi n‡e|

 

wSbvB`n-4 Avm‡bi Ggwc †gv. Av‡bvqviæj AvwRg Avbvi-Gi m¤ú~iK cÖ‡kœi Rev‡e cÖwZgš¿x e‡jb, cÖavbgš¿xi cÖwZkÖæZ Dc‡Rjv ch©v‡q †÷wWqv‡gi cÖv_wgK AeKvVv‡gv wbg©vY kxl©K cÖKíwU GK‡bK KZ…©K †`‡ki †hme Dc‡Rjvq miKvwi gvV i‡q‡Q Ges †Kv‡bv e¨w³i wbR¯^ gvwjKvbvaxb Rwg †÷wWqvg wbg©v‡Yi j‡ÿ¨ K‡i w`‡j IB RvqMv ev Rwg‡Z †÷wWqvg wbg©vY Kiv n‡e g‡g© Aby‡gvw`Z n‡q‡Q| †mB cÖK‡íi AvIZvq  Dc‡Rjv chv©‡q wgwb †÷wWqvg wbg©vY- cÖ_g ch©vq (131wU) kxl©K cÖK‡íi †UÛvi AvnŸvb Kiv n‡q‡Q| Lye kxNªB IB cÖK‡íi KvR ïiæ n‡e| 131wU Dc‡Rjvq wgwb †÷wWqvg wbg©vY KvR †kl nIqvi ci, †hmKj Dc‡Rjv n‡Z cÖ¯Íve cvIqv hv‡e, Bnvi wfwˇZ Dc‡Rjv chv©‡q wgwb †÷wWqvg wbgv©Y 2q  chv©q kxl©K cÖK‡íi KvR ïiæ Kiv n‡e| 

 

PÆMÖvg-4 Avm‡bi Ggwc w``viæj Avj‡gi GK cÖ‡kœi Rev‡e hye I µxov cÖwZgš¿x e‡jb, eZ©gv‡b †`‡k 7wU AvšÍR©vwZK gv‡bi †÷wWqvg i‡q‡Q| G¸‡jv n‡jv- wgicyi †ki-B-evsjv RvZxq wµ‡KU †÷wWqvg, bvivqYMÄ Lvb mv‡neImgvb Avjx †÷wWqvg, PÆMÖvg Rûi Avn‡¤§` wµ‡KU †÷wWqvg, PÆMÖvg Gg G AvwRR †÷wWqvg, wm‡jU wefvMxq wµ‡KU †÷wWqvg, Lyjbv †kL Avey bv‡mi wµ‡KU †÷wWqvg I knx` Pv›`y †÷wWqvg, e¸ov|

 

wZwb e‡jb, †`‡k Av‡iv `ywU AvšÍR©vwZK gv‡bi bZzb †÷wWqvg wbg©v‡Yi cwiKíbv miKv‡ii i‡q‡Q| G¸‡jv n‡jvÑ c~ev©Pj AvšÍR©vwZK wµ‡KU Kg‡cø· I gvwbKMÄ AvšÍRv©wZK wµ‡KU Kg‡cø·|

 

b¨vkbvj mvwf©‡m 1,8,782 hye‡Ki A¯’vqx Kg©ms¯’vb Kiv n‡q‡Q

 

hye I µxov cÖwZgš¿x ex‡ib wkK`vi e‡j‡Qb, b¨vkbvj mvwf©m Kg©m~wPi AvIZvq  †`‡ki †eKvi hyemgv‡Ri †eKviZ¡ `~i Kivi Rb¨  †gvU 1 jvL 11 nvRvi Rb‡K cÖwk¶Y  †`qv n‡q‡Q| Gi g‡a¨ 1 jvL 8 nvRvi 7kÕ 82 Rb‡K RvwZ MVbg~jK Kg©Kv‡Ð m¤ú…³Ki‡Yi gva¨‡g A¯’vqx Kg©ms¯’vb m…wó Kiv n‡q‡Q|

PÆMÖvg-4 Avm‡bi msm` m`m¨ w``viæj Avj‡gi ZviKv wPwýZ cÖ‡kœi Rev‡e  cÖwZgš¿x e‡jb, GB Kg©m~wPi AvIZvq 24-35 eQi e‡qwm Ges D”P gva¨wgK I Zvi  †ewk wk¶vMZ †hvM¨Zv m¤úbœ †eKvi/hye gwnjv‡`i 10wU mywbw`©ó gwWD‡j 3 gvm  †gqvw`  †gŠwjK cÖwk¶Y cÖ`v‡bi ci RvwZ MVbg~jK Kg©Kv‡Û m¤ú…³ Kivi gva¨‡g A¯’vqx Kg©ms¯’v‡bi e¨e¯’v Kiv n‡q‡Q|

wZwb e‡jb, G ch©šÍ †`‡ki 28wU  †Rjvi 64wU Dc‡Rjv GB Kg©m~wPi AvIZvf~³| b¨vkbvj mvwf©m Kg©m~wPi bxwZgvjv Abyhvqx ch©vqµ‡g GB Kg©m~wP  †`‡ki mKj  †Rjv Dc‡Rjvq m¤cÖmvi‡bi cwiKíbv i‡q‡Q|

msiw¶Z Avm‡bi Ggwc mdyiv †eM‡gi ZviKv wPwüZ Av‡iK cÖ‡kœi Rev‡e ex‡ib wkK`vi e‡jb, ÷¨vwUw÷K wefv‡Mi 2015 mv‡ji RyjvB-†m‡Þ¤^i ch©šÍ mv‡f© Abyhvqx eZ©gv‡b evsjv‡`‡k wkw¶Z  †eKv‡ii msL¨v 22 jvL 17 nvRvi 569 Rb|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ২২ লাখ ১৭ হাজার ৫৬৯ প্রতি উপজেলায় ‘মিনি স্টেডিয়াম’ নির্মিত হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ