Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। তার নাম মো. সারোয়ার কামাল লিটন (৫৬)। গত মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে অচেতন অবস্থায় কারাগার থেকে লিটনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারাগার থেকে ঢাকা মেডিকেলে আসা কারারক্ষী ষষ্ট মোহন বলেন, লিটন একজন ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি ছিলেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি কারাগারে অসুস্থ পড়লে তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাঁসির আসামির মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ