পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। তাদেরকে ডিএমপির বিভিন্ন বিভাগে বদলি করা হয়।
ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পরিদর্শক তাসলিমা আক্তারকে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত), কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাস মালোকে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত), গেন্ডারিয়া থানার পরিদর্শক (অপারেশন) রাসেল হোসেনকে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত), শ্যামপুর থানার পরিদর্শক (অপারেশন) জামাল হোসেনকে দারুসসালাম থানার অপারেশন (তদন্ত), শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর আলমকে শেরেবাংলানগর থানার পরিদর্শক (তদন্ত), সংযুক্ত সিআরও শাখার পরিদর্শক আবুল হাসনাত খন্দকারকে ভাষানটেক থানার অপারেশন (তদন্ত), ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) মো. নূর আলম সিদ্দিকীকে গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত), মতিঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. রফিকুল ইসলামকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত), পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) মো. ইয়ামিন কবিরকে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।
শেরেবাংলানগর থানার পরিদর্শক তদন্ত মুহাম্মদ আবুল কালাম আজাদকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ, ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামকে গোয়েন্দা ওয়ারী বিভাগ, গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল ইসলামকে সিটি অ্যাডমিন আ্যান্ড লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মো. আক্তার হোসেনকে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগে, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, বংশাল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আবুল কালাম ভূঁঞাকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত), একই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীমকে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগে এবং লাইনওআর বিভাগের পরিদর্শক মো. আজিজ আহমেদকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে, লাইনওয়ার বিভাগের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামকে গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।