পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বৈশ্বিক করোনা মহামারির দরুণ দীর্ঘ দেড় বছর পর বাংলাদেশ থেকে ওমরযাত্রীর প্রথম দল আগামীকাল বুধবার মদিনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বেসরকারি ওমরাহ এজেন্সি আল-মাহমুদ ট্রাভেলসের সহযোগী প্রতিষ্ঠান মাছরাঙা ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট ওমরা প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন, মো. জাফর ইকবাল, এ এস এম জহিরুল ইসলাম ও মো. মোশাররফ হোসেন। এসব ওমরাযাত্রী প্রথমে মদিনায় রামা আল মদিনা হোটেলে অবস্থান করবেন। তারা ওমরাহ কার্যক্রম সম্পন্ন করে আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং (বিজি-৪০৩৫) যোগে আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় মদিনার উদ্দেশ্যে এসব ওমরাযাত্রী দেশ ত্যাগ করবেন। হাবের সিনিয়র সহ-সভাপতি ও আল-মাহমুদ ট্রাভেলসের স্বত্বাধিকারী আব্দুল কবির খান জামান আজ মঙ্গলবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ওমরাহ ফ্লাইট শুরু হওয়ায় মহান আল্লাপাকের নিকট শোকরিয়া আদায় করে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
করোনা মহামারির দরুণ সউদী সরকার ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি বিশ্বের সকল ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয়। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের আসায় সউদী হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত ১ মহররম থেকে মুসলিম উম্মাহর জন্য ওমরার দরজা উন্মুক্ত করে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।