Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকার বনভূমি রেকর্ড ও রক্ষার ব্যর্থতায় হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

ভালুকায় বন আইনের অধীন প্রজ্ঞাপিত বনভূমি ‘রেকর্ড ও রক্ষার ব্যর্থতা’ এবং প্রজ্ঞাপিত বনভূমি জেলা প্রশাসক ও ব্যক্তি নামে রেকর্ড কেন বেআইনি ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটের শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। রুলে আদালত প্রজ্ঞাপিত বনভূমির মধ্যে ২৪টি মৌজায় বিদ্যমান বনভ‚মি সিএস রেকর্ড অনুযায়ী পুনঃজরিপের মাধ্যমে বনভূমি হিসেবে সংরক্ষণের নির্দেশ কেন প্রদান করা হবে না-তাও জানতে চেয়েছেন। মৌজাগুলোর মধ্যে রয়েছে, হবিরবাড়ি, জামিরদিয়া, কাশরগড়, মনোহরপুর, মেহেরাবাড়ি, বাশিল, ধামশুর, ঝালপাজা, কাঠালী, কাদিগড়, পালগাঁও, পাড়াগাঁও, মল্লিকবাড়ি, সাতেঙ্গা, নারাঙ্গী, হাতিবর, কৈয়াদি, চামিয়াদি, মর্চি, পানিহাতি, আঙ্গারগাড়া, ডাকাতিয়া, চাঁদপুর এবং হোসেনপুর। ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ১৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জনস্বার্থে এ রিট করে। রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। তাকে সহায়তা করেন এডভোকেট সাঈদ আহমেদ কবীর। উল্লেখ্য, ময়মনসিংহ বন বিভাগের নিয়ন্ত্রণাধীন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাধীন ৩০টি মৌজায় বন আইন, ১৯২৭ অনুযায়ী প্রজ্ঞাপিত সিএস দাগে মোট বনভূমির পরিমাণ ২৩ হাজার ৭৮ দশমিক ২৬ একর। প্রজ্ঞাপিত এ বনভূমির মধ্যে বন আইনের ৪ ও ৬ ধারায় ঘোষিত বনভূমির পরিমাণ ১৩ হাজার ৭২৬ দশমিক ৮৭ একর এবং ২০ ধারায় সংরক্ষিত বনভূমির পরিমাণ ৯ হাজার ৩৫১ দশমিক ৩৯ একর। পরবর্তী সময়ে বিআরএস জরিপে উল্লেখিত ২৩ হাজার ৭৮ দশমিক ২৬ একর বনভূমির মধ্যে মাত্র ৭ হাজার ২২৬ দশমিক ৭৫ একর বনভূমি বনবিভাগের নামে রেকর্ডভুক্ত হয়। অবশিষ্ট বনভূমির ৮ হাজার ৭ দশমিক ৯৪ একর জেলা প্রশাসকের, ৪ হাজার ৬৬১ দশমিক ৭২ একর ব্যক্তির নামে রেকর্ড হয়। অবশিষ্ট ৩ হাজার ১৮১ দশমিক ৮৫ একর বনভ‚মির তথ্য রেকর্ড বহির্ভূত থেকে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বনভূমি রেকর্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ