Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা কাস্টমসসহ তিন কমিশনার পদে রদবদল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

ঢাকা কাস্টমসের কমিশনারসহ কাস্টমস বিভাগের তিন কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত রোববার এনবিআরের কাস্টমস বিভাগের দ্বিতীয় সচিব আবুল হাশেম স্বাক্ষর করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। আদেশে বলা হয়েছে, ঢাকা কাস্টম হাউসের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেনকে যশোর কাস্টমসে, এক্সাইজ ও ভ্যাটে এবং সেখানকার কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের (আপীল) কমিশনারেট হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের (আপীল) কমিশনারেটের দায়িত্বে থাকা মোহাম্মদ ফায়জুর রহমানকে পদোন্নতি দিয়ে ঢাকা কাস্টমসের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এদিকে একই দিন এক আদেশে আয়কর বিভাগের ২৪ অতিরিক্ত কর কমিশনার ও ১০ যুগ্ম কর কমিশনারকে পদোন্নতি এবং বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা কাস্টমস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ