Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পণ্য খালাস বন্ধ

সাত নাবিকের করোনার উপসর্গ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি জাহাজের সাতজন নাবিকের করোনা উপসর্গ থাকায় তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছেন বন্দর স্বাস্থ্য কর্মকর্তা। এরপরই ওই জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করে দেয়া হয়। চীনের ন্যানটং বন্দর থেকে সার নিয়ে আসা জাহাজটির নাম এমভি সেরেন জুনিপার। বাহামার পতাকাবাহী জাহাজটিতে ৪৬ হাজার ৩০০ টন ডিএপি সার রয়েছে। ১২ আগস্ট জাহাজটি বন্দরসীমায় পৌঁছায়।

বন্দর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জাহাজের ক্যাপ্টেন স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে নাবিকদের করোনার উপসর্গ থাকার বিষয়টি অবহিত করেছেন। এরপরই সাগরে অবস্থানরত জাহাজে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফলের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এদিকে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়া একটি জাহাজ ভারতের প্যারাদ্বীপ বন্দরে যাওয়ার পর ৯ জন নাবিকের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে পরীক্ষা করে করোনা শনাক্ত হওয়ার পর তা গোপন করে জাহাজটি ভারতের বন্দরে নিয়ে যান মাস্টার। জাহাজটি এখন সেখানে আটকে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনার উপসর্গ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ