Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমা চাইলেন দুই পুলিশ কর্মকর্তা

শিশুর ঘাড়ে ভাই হত্যার দায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

শিশু হত্যার দায় খুন হওয়া শিশুর বড় ভাই আরেক শিশুর (১২) ঘাড়ে চাপানোর ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বগুড়া সারিয়াকান্দি থানার সাব-ইন্সপেক্টর নয়ন কুমার। গতকাল রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চে সশরীরে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। এ বিষয়ে আদেশ প্রদানের তারিখ ধার্য করা হয়েছে ৯ সেপ্টেম্বর। পুলিশ কর্মকর্তা নয়ন কুমারের হাজিরাকালে পিবিআইয়ের বগুড়ার উপ-পরিদর্শক মনসুর আলী আদালতে উপস্থিত ছিলেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত ১০ আগস্ট বগুড়ার সারিয়াকান্দিতে ছোট ভাই হত্যার দায় ১২ বছরের শিশু বড় ভাই সৌরভের ঘাড়ে চাপানোর ঘটনার ব্যাখ্যা দিতে দুই তদন্ত কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট। পিবিআইয়ের বগুড়ার উপ-পরিদর্শক মনসুর আলী ও ওই মামলায় প্রথম চার্জশিট দাখিলকারী সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক নয়ন কুমারকে মামলার নথিসহ আদালতে হাজির হতে বলা হয়। এর আগে গত ২৯ জুন হাইকোর্ট তাদের ৩ আগস্ট হাজির হতে বলেছিলেন। কিন্তু ওই দিন করোনার কারণে আদালত বন্ধ থাকায় শুনানি হয়নি। গত ২০ জুন বগুড়ার সারিয়াকান্দিতে ছাট ভাই হত্যার দায় বড় ভাই সৌরভের ঘাড়ে চাপানোর ঘটনায় আদালত বলেছিলেন, এমন ঘটনা যদি সত্যি হয়ে থাকে এটা হবে দেশের জন্য অত্যন্ত দুঃখজনক।

‘পুলিশের ভুলে ১২ বছরের শিশুর ঘাড়ে ছোট ভাই হত্যার দায়’ শিরোনামে একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ যুক্ত করে হাইকোর্টে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শিশির মনির।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সাল থেকে ছোট ভাইকে হত্যার দায় নিয়ে ঘুরতে হচ্ছে ১২ বছর বয়সী বড় ভাইকে। ওই বছরের ২৫ আগস্ট বগুড়ার কাটাখালি গ্রামের একটি পাটক্ষেত থেকে উদ্ধার করা হয় মহিদুল ইসলামের ছেলে সোহাগের লাশ। পরে জিজ্ঞাসাবাদের কথা বলে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায় বড় ভাই সৌরভকে। জোর করে হত্যার স্বীকারোক্তিও নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাই হত্যার দায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ