Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সরকারি সম্পদ দক্ষতা ও সততার সাথে ব্যবহারের আহবান

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

সরকারি দফতরে সরকারি কার্য সম্পাদনের মান ও গতি বাড়াতে হবে। কাজে ফাঁকি না দিলে ৯টা-৫টার মধ্যেই অনেক কর্মকান্ড সম্পাদন সম্ভব। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার আমানত সরকারি কর্মচারীদের কাছে। এ আমানত রক্ষা না করলে তা অপরাধ।

সরকারি সম্পদের যত্ন ও সুদক্ষ ব্যবহারের মাধ্যমে অফিসের কাজের মান বহুগুণ বাড়ানো সম্ভব। সম্পদ থাকা সত্ত্বেও সততা ও সদিচ্ছার অভাবে প্রতিষ্ঠান ব্যর্থ হয়, এমন দৃষ্টান্ত অজস্র একথার মর্ম সরকারি কর্মচারীদের অনুধাবন করতে হবে। বিজ্ঞান জাদুঘরকে স্মার্ট প্রতিষ্ঠানে পরিনত করতে সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। গতকাল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার সামগ্রী হস্তান্তরকালে সংস্থার মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী এ বক্তব্য প্রদান করেন। উল্লোখ্য, প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে সংগৃহীত ৯টি আধুনিক কম্পিউটার সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকারি সম্পদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ