Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেঙ্গল এয়ারলিফ্টের সাথে রবি’র অফার

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি বেঙ্গল এয়ারলিফট লিমিটেড-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে রবি’র ধন্যবাদ কর্মসূচীর আওতায় গ্রাহকরা ইউরোপের নির্দিষ্ট কিছু অংশ ভ্রমণে রেল ইউরোপ পাস-এ ৪ শতাংশ ছাড় এবং এশিয়ার বেশ কিছু দেশে বিশেষ ছাড়ে আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজ উপভোগ করতে পারবেন। আকর্ষণীয় এ ভ্রমণ প্যাকেজটি ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও সিসেলস ভ্রমণে প্রযোজ্য হবে। রবি’র গ্রাহকরা ‘সিএটি’ টাইপ করে ১২১৩ নম্বরে এসএমএস করে ধন্যবাদ কর্মসূচীর আওতায় তাদের ক্যাটাগরি জেনে নিতে পারবেন। রবি’র লয়েলটি অ্যান্ড উইনব্যাকস বিভাগের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম ও বেঙ্গল এয়ারলিফট-এর প্যাসেঞ্জার সেলস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. গোলাম মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রবি’র লয়েলটি অ্যান্ড উইনব্যাকস বিভাগের ম্যানেজার ক্যাস্পার রিচার্ড রয়; বেঙ্গল এয়ারলিফট’র ডিরেক্টর আরিফ রহমান; প্যাসেঞ্জার সেলস বিভাগের ম্যানেজার ইরফানুল আজিম এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ম্যানেজার মো. সাইফুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেঙ্গল এয়ারলিফ্টের সাথে রবি’র অফার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ