Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একশ’ কোটি টাকার প্রকল্পে পর্যটন নগরী হবে রাঙ্গামাটি

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাঙ্গামাটিকে আধুনিক পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে প্রকল্পে একশ’ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ইতোমধ্যে মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সম্প্রতি রাঙ্গামাটি জেলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ২০১৪ সালে সরকার পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী পর্যটন বিভাগকে জেলা পরিষদের নিকট হস্তান্তর করেছে। জেলা পরিষদ রাঙ্গামাটিকে পর্যটন নগরীতে পরিণত করতে এ বছর থেকে কাজ শুরু করেছে। ইতোমধ্যে মাস্টারপ্ল্যান তৈরির জন্য কনসালটেন্সি ফান্ড নিয়োগ দেওয়া হয়েছে। ডিসেম্বর নাগাদ মাস্টারপ্ল্যান তৈরির কাজ শেষ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ মোটর র‌্যালি, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস ওড়ানোর কর্মসূচি গ্রহণ করা হয়। -ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একশ’ কোটি টাকার প্রকল্পে পর্যটন নগরী হবে রাঙ্গামাটি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ