পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী ঐক্য আন্দোলন এর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া, অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান গতকাল এক যৌথ বিবৃতিতে আফগানিস্তানে তালেবানদের বিজয়কে এক ঐতিহাসিক বিজয় আখ্যা দিয়ে নব গঠিত তালেবান সরকার ইমারতে ইসলামিয়্যাহ আফগানিস্তানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে এ বিজয়ে সহযোগিতার জন্য আফগান নাগরিকদেরকেও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, এ বিজয় আবারো প্রমাণ করে ইনশাআল্লাহ! একদিন পুরো পৃথিবী শাসন করবে মুসলমানরা আর সংবিধান হবে আল-কোরআন। নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্বাস করি, নতুন আফগান সরকার অত্যন্ত বিচক্ষণতা ও সতর্কতার সাথে খেলাফতে রাশেদার আদলে শাসনকার্য পরিচালনা করে আধুনিক অশান্ত বিশ্বকে শান্তি-স্বস্তির পথ দেখাবে। আমরা আরো মনে করি রুশ ও মার্কিন সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত হয়ে আফগানিস্তানে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে এবং আফগান জনগণই নিজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যথেষ্ঠ। আমরা ইমারতে ইসলামিয়্যাহ আফগানিস্তান এর উত্তরোত্তর সমৃদ্ধি ও স্থায়ীত্ব কামনা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।