Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আরো ৩ লাখ ৩৫ হাজার ডোজ টিকা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রামে আরো তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ করোনা টিকা এসেছে। ফলে আজ সোমবার থেকে নগরীর টিকা কেন্দ্রগুলোতে টিকাপ্রদান কার্যক্রম ফের শুরু হবে। মজুত ফুরিয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার হঠাৎ টিকা প্রয়োগ বন্ধ হয়ে যায়। এই প্রেক্ষিতে শনিবার রাত ১০টায় ঢাকা থেকে টিকার চালান চট্টগ্রামে পৌঁছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি টিকার চালান গ্রহণ করেন।

চালানে চীনের তৈরী সিনোফার্মের এক লাখ ৯৯ হাজার ২০০ ডোজ এবং যুক্তরাষ্ট্রের তৈরী মডার্নার এক লাখ ৩৬ হাজার ৮০ ডোজ টিকা রয়েছে। এর আগে গত ৬ আগস্ট তিন লাখ নয় হাজার ২০০ ডোজ, ২৮ জুলাই এক লাখ ৮৫ হাজার ডোজ এবং ১১ জুলাই চীন ও যুক্তরাষ্ট্রের তৈরী সিনোফার্ম এবং মডার্নার এক লাখ ৮৪ হাজার ডোজ টিকা চট্টগ্রামে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩ লাখ ৩৫ হাজার ডোজ টিকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ