Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনা পরিস্থিতির আরও অবনতি হলে ফের বিধিনিষেধ : প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ১:৫০ পিএম

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে ফের বিধিনিষেধ (লকডাউন) দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

করোনা সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে সরকারের পরবর্তী কৌশল কী হবে, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘দুটি কৌশলই আমরা অবলম্বন করব। একটা হলো বিধিনিষেধ বা লকডাউন দেয়া। আরেকটি হচ্ছে ছেড়ে দেয়া। কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে।’

তাহলে পরিস্থিতি খারাপ হলে আবার লকডাউন দেবেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘হ্যাঁ, পৃথিবীর যে কোনো দেশে বাড়লেই, যেমন অস্ট্রেলিয়াতে সেনাবাহিনী নামানো হয়েছে, কারফিউ দেয়া হয়েছে। আমেরিকাতে দেয়া হয়েছে। দেয়া হচ্ছে কেন? কারণ এর কোনো বিকল্প নেই।’



 

Show all comments
  • Shanto ১২ আগস্ট, ২০২১, ৩:৩৩ পিএম says : 1
    পৃথিবীতে প্রত্যেকটি দেশে হাজার লক্ষ কোটি মানুষ না খেয়ে অতি কষ্টে তাদের জীবন অতিবাহিত করছে পরিশেষে মারা যাচ্ছে। তার উপর কথিত মিথ্যা ভাইরাসের দোহাই দিয়ে মিথ্যা প্রতারণামূলক শোষণমূলক লকডাউন আরোপের মাধ্যমে সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচারের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। পৃথিবীতে হাজার লক্ষ কোটি মানুষ যাদের নেই বিশুদ্ধ খাবার, নেই কোন পরিচ্ছন্ন পোশাক, নেই কোনো নিরাপদ আবাসস্থল, অধিকাংশ সরকার ভন্ডামি ছাড়া কোন যথার্থ পদক্ষেপের মাধ্যমে তাদের জন্য উত্তম কোন ব্যবস্থা গ্রহণ করতে শতভাগ ব্যর্থতায় পরিণত হয়েছে, অথচ তাদের রক্ষার নামে হাজার কোটি টাকার ভ্যাকসিনের ব্যবস্থা সরকার কোত্থেকে করতে পারে, যে ভ্যাকসিন গ্রহণ করে পৃথিবীতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মৃত্যু বরণ করছে?
    Total Reply(0) Reply
  • Sabid Ibne Nur ১২ আগস্ট, ২০২১, ৪:৪৪ পিএম says : 0
    ধন্যবাদ। এই পুরো বছর এভাবেই লকডাউন দিয়ে রাখা উচিত।
    Total Reply(0) Reply
  • মোঃ এনামুল হক ১২ আগস্ট, ২০২১, ৪:৪৫ পিএম says : 0
    অবনতি মনে হচ্ছে অবধারিত। পরবর্তী লকডাউনের তারিখটা জানিয়ে দেন স্যার যেমনটি জানিয়ে দেওয়া হয়েছিল মর্ডানার ডোজ শেষ হবে ১২ তারিখ
    Total Reply(0) Reply
  • Radvi Rashid ১২ আগস্ট, ২০২১, ৪:৪৬ পিএম says : 0
    উন্নতি কবে হলো করোনা পরিস্থিতি
    Total Reply(0) Reply
  • Samsul Alom Sumon ১২ আগস্ট, ২০২১, ৪:৪৭ পিএম says : 0
    লক ডাউন উঠিয়ে দেওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি মূত্যুর সংখ্যা আর আক্রান্তের সংখ্যা দিন দিন বাডছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ