Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আগামী ২০১৭ শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন ছয়টি থেকে সাতটি করার প্রতিবাদে এবার শিক্ষাবোর্ডে অবস্থান ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা। গতকাল (শনিবার) দুপুর ১২টা থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে বোর্ড চত্বরে জড়ো হয়। পরে সেখানে তারা অবস্থান নিয়ে ‘সাতটি সৃজনশীল মানব না’, ‘ছয়টির বেশি লিখব না’, ‘আমরা মানুষ, রোবট নই’, ‘নিত্যনতুন পদ্ধতি করে আমাদের ক্ষতি করবেন না’ ¯েøাগান দিতে থাকে। সরকারি ছুটির দিন থাকায় শিক্ষাবোর্ড বন্ধ ছিল। কয়েক ঘণ্টা অবস্থান মানববন্ধন শেষে শিক্ষার্থীরা চলে যায়। এর আগে ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে একই দাবিতে অবস্থান ধর্মঘট করে কয়েক হাজার শিক্ষার্থী। ফেসবুকে ইভেন্ট খুলে এ আন্দোলনের ডাক দেন শিক্ষার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ