পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইছামতি নদী থেকে গত সোমবার বিকেলে নিখোঁজ রাখাল আলী বাদশার লাশ উদ্ধার করেছে পুলিশ। আলী বাদশা একই উপজেলার টাউন শ্রীপুর গ্রামের বাবর আলীর ছেলে।
তার পরিবারের অভিযোগ, আলী বাদশাকে ধরে নির্যাতনের পর ইছামতি নদীতে ফেলে দেয় বিএসএফ। পরে মৃত্যু হয় তার।
দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আলী বাদশা চারদিন ধরে নিখোঁজ ছিলেন। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আলী বাদশার স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, আলী বাদশা চারদিন আগে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
অন্য সূত্র জানায়, ভারতে গরু আনতে গিয়ে হাফিজ নামে আরো এক গরু রাখাল নিখোঁজ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।