Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের দোরগোড়ায় নিজস্ব পণ্য পৌঁছে দিচ্ছে ইউনিলিভারের ই-কমার্স প্ল্যাটফর্র্ম ‘ইউশপবিডি.কম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ৫:৪৩ পিএম

নিজস্ব ই-কমার্স সাইট- ‘ইউশপবিডি.কম’ চালুর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের জন্য মানসম্পন্ন নিজস্ব পণ্য সহজলভ্য করেছে দেশের অন্যতম বৃহত্তম নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারী কোম্পানি- ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল)।

নতুন চালু হওয়া এই ই-কমার্স সাইটটির মাধ্যমে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট সুবিধা কাজে লাগিয়ে ভোক্তারা দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই লাইফবয়, সানসিল্ক, ডাভ, ট্রেসামে, হুইল, রিন, সার্ফ এক্সেল, গ্লো অ্যান্ড লাভলী, পন্ডসসহ ইউনিলিভার প্রকৃত পণ্য তাদের দোরগোড়ায় পেতে পারবেন। এছাড়া, ইউশপ ই-কমার্স ওয়েবসাইটটিও স্বাচ্ছন্দ্যে ব্যবহার উপযোগী এবং আকর্ষণীয় নানান ফিচারের সমন্বয়ে তৈরি করা হয়েছে, যাতে ভোক্তারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ক্যাটাগরি থেকে বাছাই করে তাদের প্রয়োজনীয় ইউবিএল ব্র্যান্ডের পণ্যগুলো অর্ডার করতে পারেন। ‘ইউশপবিডি.কম’ শুধু খাটি নিজস্ব নিশ্চয়তাই দিচ্ছে না, পাশাপাশি সাশ্রয়ী মূল্য ও বিভিন্ন অফারের মাধ্যমে ভোক্তাদের কেনাকাটা উপভোগ্য করে তুলছে।

করোনা মহামারি দীর্ঘায়িত হওয়ায় ভোক্তাদের জীবনযাত্রা ও স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে তারা অনলাইন মার্কেটের ওপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল ফুটপ্রিন্টের অধিকারী কোম্পানি- ইউনিলিভার তার নিজস্ব অনলাইন শপিং চ্যানেলের মাধ্যমে ঘরে বসেই ভোক্তাদেরকে পণ্য কেনার সুযোগ করে দিয়েছে।

ভোক্তাদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে অনলাইন প্ল্যাটফর্মটিতে- ‘হোমকেয়ার’, ‘বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার’, ‘ফুড অ্যান্ড বেভারেজ’, ‘ওয়াটার পিউরিফায়ারস’, ‘স্পেশাল অফার্স’ সহ বিভিন্ন ক্যাটাগরি সংযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ‘ইউশপবিডি.কম’ ওয়েবসাইটে ইউনিলিভারের বেশ কিছু স্বনামধন্য আন্তর্জাতিক পণ্যও এখানে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ যতেœর সাথে সব ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে চলা হচ্ছে।

ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার মার্কেটিং ডিরেক্টর আফজাল হাসান খান বলেন, ইউনিলিভারে আমরা ভোক্তাদের সেবা দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের ভোক্তারা এখন তাদের সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয় ব্র্যান্ডের পণ্যগুলো ‘ইউশপবিডি.কম’ এর মাধ্যমে আকর্ষণীয় মূল্যে দ্রুত ও নিরাপদের সাথে নিজেদের দোরগোড়ায় পেতে পারেন। ত্বকের যতেœ ব্যবহৃত স্ক্রিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে, কাপড় পরিষ্কারের জন্য ডিটারজেন্ট কিংবা এক গ্লাস নিরাপদ পানি পর্যন্ত- যাবতীয় পণ্যই ভোক্তারা এখানে পাচ্ছেন, যে পণ্যগুলো তাদের দৈনন্দিন জীবন ও সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ‘ইউশপবিডি.কম’ ভোক্তাদেরকে নিজস্ব ও প্রকৃত পণ্যের নিশ্চয়তাও দিচ্ছে, যা তাদেরকে গুণগত মান নিশ্চিত করবে। আমি নিশ্চিত, আমাদের ব্র্যান্ডের পণ্য কেনার নতুন এই উপায় ভোক্তাদের জন্য সহজ হবে এবং তাদের উপকারে আসবে।

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে, ২০১৯ সালের আগস্ট মাসে ইউনিলিভারের একটি অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম হিসেবে চালু করা হয় ‘ইউশপবিডি’। এরপর যখন করোনা মহামারি বাংলাদেশে আঘাত হানে এবং সারাদেশ লকডাউনে চলে যায়, তখন ভোক্তাদের জন্য পরীক্ষামূলকভাবে এই প্ল্যাটফর্মটি উন্মুক্ত করা হয়। পরবর্তীতে আরো মানসম্পন্ন ফিচার ও সুযোগ-সুবিধাসহ ২০২১ সালের ফেব্রুয়ারিতে নতুন করে যাত্রা শুরু করে ‘ইউশপবিডি’। ইতোমধ্যে প্ল্যাটফর্মটি সারাদেশের গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে পণ্য পৌঁছে দেবার লক্ষ্যে ই-কমার্স খাত সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে নিজেকে একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতেও প্রতিশ্রুতিতিবদ্ধ ‘ইউশপবিডি’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ