Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকার ছাড়াবে ২৬ হাজার কোটি টাকা

২০২৩ সালে ই-কমার্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

২০২৩ সালে বাংলাদেশের ই-কমার্স মার্কেটের আকার ২৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ম্যানেজম্যান্ট অ্যান্ড আইটি’র (এমএআইটি) প্রধান নির্বাহী শেখ ওয়ালিউর রহমান। তিনি জানান, এ বছরের শেষে বাংলাদেশের ই-কমার্সের ব্যবসা ১৯৫ কোটি মার্কিন ডলারে গিয়ে দাঁড়াবে। যা বাংলাদেশি মুদ্রায় অর্থমূল্য হবে ১৬ হাজার ৫৭৫ কোটি টাকা। আর ২০২৩ সালে ই-কমার্সের আকার ২৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। একটি জার্মান পোর্টাল স্টাতিস্টার পরিসংখ্যানমূলক জরিপেও একই তথ্য উঠে এসেছে।

গত শনিবার রাতে ম্যানেজমেন্ট অ্যান্ড আইটি (এমএআইটি) কনসালটিং লিমিটেড ও করপোরেট ডোমেইনের উদ্যোগে আয়োজিত এক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। ‘ব্যাংক ও আমাদের ই-কমার্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ’ শীর্ষক ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, টি কে গ্রুপের বিপণন পরিচালক মুফাসসিল হক, চাল-ডালের উদ্যোক্তা এবং সিইও জিয়া আশরাফ, ই-ক্যাবের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল প্রমুখ।

বক্তারা বলেন, সরকার ই-কমার্স পরিচালনার জন্য একটি নীতিমালা তৈরি করেছে। তবে শুধু নীতিমালা দিলে হবে না, নীতিমালা বাস্তবায়নে একটি কার্যকরী নজরদারি সেল গঠন করতে হবে। বিপণনব্যবস্থা উন্নয়নের জন্য প্রথম যে বিষয়টিকে আমাদের নজরে আনতে হবে, তা হলো দেশের পোস্ট অফিসগুলোর মানোন্নয়ন। দেশে প্রায় আট হাজারের বেশি পোস্ট অফিস রয়েছে, এগুলোকে যদি ডিজিটাল সেন্টারে রূপান্তর করে পণ্য ডেলিভারির ব্যবস্থা করা যায়, তাহলে অতি সহজেই ই-কমার্সকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ