Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়েন্দা তথ্য : আইএসে যোগদানের প্রস্তুতি নিচ্ছে ৩০ হাজার ভারতীয়

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রায় ৩০ হাজার ভারতীয় নাগরিক আইএসে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে তথ্য দিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জঙ্গি মোকাবেলার ক্ষমতা দেশের নিরাপত্তা বাহিনীর রয়েছে। গত মাসে পাঠানকোটের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় বেশ কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়। ভারত এর আগেও প্যারিসে হামলার পরপরই দেশটিতে আইএসের হামলার ব্যাপারে সতর্কবার্তা জারি করেছিলো। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব কটি রাজ্যকে দেয়া সতর্কবার্তায় বলা হয়, লোন উল্ফ মডেল অর্থাৎ জনবহুল এলাকায় একা হামলা চালাতে পারে আইএস মতাদর্শে বিশ্বাসী যুবকরা। এ কারণে বিশেষভাবে সংখ্যালঘু যুব সমাজ আইএস মতাদর্শে প্রভাবিত হচ্ছে কিনা তাও নজরে রাখতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছিলেন, আইএস কোনো নির্দিষ্ট দেশ নয়, সারা পৃথিবীর কাছেই আশঙ্কার। ভারতেও আক্রমণ করতে পারে এই গোষ্ঠী।
ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু’র প্রতিবেদনে বলা হয়, ভারতে মোট ১২টি রাজ্যে আইএসের প্রভাব রয়েছে। এর মধ্যে মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেই আইএসের প্রভাব সবচেয়ে বেশি। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ বা আসামও। সম্প্রতি আর একটি তথ্য চিন্তায় ফেলে দিয়েছে ভারতকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গোটা পৃথিবীতে আমেরিকা ও এশিয়ার মধ্যে ভারতেই আইএস সম্পর্কিত ওয়েবসাইট সব চেয়ে বেশিবার দেখা হয়েছে। এই আগ্রহ শেষ পর্যন্ত মুসলিম যুবকদের একাংশকে আইএসের কট্টর ভাবধারায় যে একেবারে অনুপ্রাণিত করবে না, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না ভারত।
এতে আরো বলা হয়, সিরিয়া-তুরস্কে নিজেদের সাফল্যে এমনিতেই উজ্জীবিত আইএস। এরপর প্যারিসে হামলা। সমীক্ষা বলছে, গোটা বিশ্বে ক্রমশ বাড়ছে এই গোষ্ঠীর জনসমর্থন। পিছিয়ে নেই ভারতও। কাশ্মীরে কিছু বিক্ষিপ্ত অংশে আইএসের পতাকার উপস্থিতি ছাড়া এখন পর্যন্ত ভারতের মাটিতে সেই অর্থে ওই গোষ্ঠীর সক্রিয় কোনো উপস্থিতি নেই। তবে বর্তমানে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আশঙ্কার বিষয় প্রধানত দুটি বিষয়। আর তা হচ্ছে প্রথমত, আইএসের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ধর্মীয় সা¤্রাজ্য গঠনের লড়াইতে অংশ নিতে ভারত ছেড়েছে প্রায় দুই ডজন যুবক। এদের অর্ধেক ইতিমধ্যে সংঘর্ষে মারা গেছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। বহু যুবক যে লড়াইয়ে অংশ নিতে সিরিয়া ও তুরস্কে যেতে চায় এমন প্রমাণও এসেছে তাদের কাছে। চলতি বছরে ১৭ জন যুবক তেলেঙ্গানা থেকে ও চারজন মহারাষ্ট্র থেকে তুরস্ক যাওয়ার পরিকল্পনা করেছিলো। যাদের শেষ মুহূর্তে আটকানো হয়। দ্বিতীয়ত, সরাসরি যুদ্ধে অংশ নিতে না পারলেও, আইএসের ভাবধারা মুসলিম যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে তৎপর রয়েছে একাংশ। এদের অধিকাংশ শিক্ষিত, ইন্টারনেট ব্যবহারে দক্ষ। শিক্ষিত সমাজের এই অংশ বেশি চিন্তায় রেখেছে মন্ত্রালয়কে। ভারতের কেন্দ্রীয় সরকার মনে করছে, একা তাদের পক্ষে এ সমস্যা মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয়। বিশেষ করে ইন্টারনেটের ব্যবহার যেভাবে বাড়ছে তাতে, কেন্দ্রের পক্ষে একা সবকিছু নজরদারি সম্ভব নয়। তাই আইএস প্রভাব রয়েছে, এমন সবক’টি রাজ্যকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। ভোয়া, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোয়েন্দা তথ্য : আইএসে যোগদানের প্রস্তুতি নিচ্ছে ৩০ হাজার ভারতীয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ