Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ডিবিতে রাজ-পরীমণি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:৫৬ পিএম | আপডেট : ১১:২৮ এএম, ৭ আগস্ট, ২০২১

আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২ মামলার তদন্তভার দেয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখাকে (ডিবি)। রাজধানীর বনানী থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা ২টি দায়ের হওয়ার পর রাতেই মামলা তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

তিনি বলেন, একজন নায়িকা ও একজন প্রযোজকসহ ৪ জনের বিরুদ্ধে ৩ টি মামলা বনানী থানায় রেকর্ড হয়েছে। এর মধ্যে ২টি আলাদা মাদক মামলা ও ১টি পর্নোগ্রাফি আইনে মামলা। মাদকের ২টি মামলা রাতেই ডিবিতে পাঠানো হয়েছে। রিমান্ড পাওয়ার পর তারা আসামিও বুঝে নিয়েছে। প্রযোজকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে, যেটি পর্নোগ্রাফি আইনের। সে মামলাটির তদন্তের বিষয়ে আমরা কোনো অর্ডার পাইনি। কোনো অর্ডার না পেলে মামলাটি আমরাই তদন্ত করব।’

এদিকে পরীমনি ও রাজের মাদকের ২ মামলার তদন্তভার পাওয়ার কথা জানিয়েছেন ডিএমপির ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘আমি দুটি মাদক মামলা তদন্তের অর্ডার পেয়েছি। আসামিরাও আমাদের কাস্টডিতে আছেন। তাদের ৪ দিনের রিমান্ডে পাওয়া গেছে। তাদের ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকা কেলেঙ্কারি

১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ