Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ আসামির জামিন আবেদন

ম্যাগনেটিক পিলার জব্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

কমপক্ষে ২০ কোটি টাকা মূল্যমানের ‘ম্যাগনেটিক পিলার’সহ গ্রেফতার বরগুনার পাথরঘাটার আবুল কালাম বয়াতির জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল বেঞ্চ গত বধুবার এ আদেশ দেন।
গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান আবেদনকারীর আইনজীবী মো. আকরামুল বাকী। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন সহকারি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক। জামিন আবেদনের বিরোধিতা করে সরকারপক্ষ শুনানিতে বলেন, এসব পিলার ব্রিটিশ আমলে মাটির গভীরে পোঁতা হয়। এসব ম্যাগনেটিক পিলার বজ্রপাত নিরোধক। এসব পিলার অত্যন্ত মূল্যবান। চোরাকারবারিরা এগুলো উত্তোলন করে পাচার করছে। ফলে দেশে বজ্রপাতে মৃত্যুর হার বেড়ে গেছে। আদালত বলেন, এসব আসামিদের তাড়াতাড়ি জামিন দেয়া হলে তারা আবারও অপরাধ সঙ্ঘটনে প্রশ্রয় পেয়ে যাবে।

প্রসঙ্গত, গত ২৫ মে পাথরঘাটা পৌরসভা এলাকার বড়ইতলা এলাকার আবুল কালাম বয়াতিকে পিলারসহ গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই দিনই তার বিরুদ্ধে মামলা হয়। এজাহারে উল্লেখ করা হয়, আসামির কাছ থেকে জব্দ করা পিলারের আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। কিন্তু জামিন আবেদনে নিজেকে নেহায়েত একজন কৃষক দাবি করে হাইকোর্টে জামিনের আবেদন করেন আবুল কালাম বয়াতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাগনেটিক পিলার জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ