Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেফাজতের চার নেতার হাইকোর্টে জামিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

হেফাজত ইসলামের নেতা মাওলানা মুফতি আরিফুল ইসলামসহ তিনজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন পাওয়া অপর দুইজন হলেন- মাওলানা ইমতিয়াজ হোসেন ও মাওলানা মুহাম্মদ বেলালউদ্দিন। চট্টগ্রামের পটিয়া থানায় হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিলো। জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চ শুনানি গ্রহণ শেষে আবেদন মঞ্জুর করেন। হেফাজত নেতাদের পক্ষে শুনানি করেন এডভোকেট মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী। সরকারপক্ষে জামিন শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

প্রসঙ্গত: গত ২৬ মার্চ বিকেলে হেফাজতের কর্মীরা মিছিল বের করে। এক পর্যায়ে তারা চট্টগ্রামের পটিয়া থানায় হামলা চালায়। এ ঘটনায় ৩০ মার্চ পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বাদী হয়ে হেফাজতের ৭শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় গত ১০ এপ্রিল মাওলানা মুফতি আরিফুল ইসলাম, ইমতিয়াজ হোসেন ও মুহাম্মদ বেলালউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে হেফাজত কর্মী বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আস্তাইল গ্রামের মনির সরদারকে জামিন দিয়েছেন হাইকোর্টের একই বেঞ্চ। মোল্লার হাট থানায় দায়ের করা মামলায় গত ২২ এপ্রিল পুলিশ তাকে গ্রেফতার করে। তারপক্ষে জামিন শুনানি করেন এডভোকেট মো. মেহেদী হাসান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ