Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের দুঃশাসনে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে -মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ, গণতন্ত্র, এই রাষ্ট্র সর্বপরি এই জনপদ এক গভীর রাজনৈতিক সংকটে আচ্ছন্ন। দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় রয়েছে। নির্বাচিত নয় এমন সরকারের দুঃশাসনে মানুষের জীবন আজ দুর্বিসহ হয়ে উঠেছে। তিনি বলেন, দেশের বিপন্ন গণতন্ত্র রক্ষায় আজ ঐক্যবদ্ধ হতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শহরের প্রিয়া সিনেমা হল মিলনায়তনে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মো. মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেনসহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, কুষ্টিয়ার বিএনপি নেতা মাসুদ আহম্মেদ রুমি, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু, জাসাসের সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী মনির খান, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, ঝিনাইদহ জেলা বিএনপিসাধারণ সম্পাদক আব্দুল মালেক, হরিণাকু-ু বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। পুলিশের আচরণে মানুষ আতংকিত। তারপরও পুলিশ প্রধান বলছেন তাদের দায় পুলিশ বাহিনী নিবে না। তাহলে নির্যাতিত মানুষ কার কাছে যাবেন? তিনি বলেন, সারা দেশব্যাপী পাওয়া লাশের দায়ভার যদি পুলিশ না নেয়, তবে সরকারকেই নিতে হবে। তিনি বলেন, এ সরকার গণতন্ত্র হত্যা করেছে। বাক, ব্যক্তি-স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মিডিয়াকে ন্যক্কারজনকভাবে নিয়ন্ত্রন করা হচ্ছে। সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছে না। কেউ লিখতে চাইলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাংবাদিকদের অধিকার খর্ব করা হয়েছে। সর্বক্ষেত্রে দুর্নীতি জেঁকে বসেছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি বলছেন তিনি নাকি প্রধান বিচারপতিকেই মানেন না। চরম দলীয়করণের কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। কোনো প্রতিষ্ঠানেই নিয়মশৃঙ্খলা নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন সরকার কর্তৃত্বপরায়ণ হয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। তিনি বলেন, এ থেকে মানুষ পরিত্রাণ চায়, বাঁচতে চায়। ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ প্রেক্ষাপটে ঝিনাইদহের জেলা সম্মেলন গুরুত্বপূর্ণ। দেশে ন্যায়পরায়ন শাসন কায়েম করতে বিএনপিকে আজ সুসংগঠিত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ আজ নিজেদের মুক্তিযুদ্ধের সরকার বলে দাবি করছে, অথচ তারা ১৯৭৫ সাল থেকেই সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে গণতন্ত্রকে হত্যা করা শুরু করেছে। তারা সারাদেশে একনায়কতন্ত্র কায়েম করে একই স্বপ্ন দেখছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নেতাকর্মীদের মনে কোনো হতাশা নেই। আমরা জানি শুধু লড়াই সংগ্রাম। যতদিন বাঁচবো গণতন্ত্রের জন্য লড়াই করে যাবো। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ আমাদের নেতাকর্মীদের নামে রাষ্ট্রদোহীতার মামলা করছে সরকার। কিন্তু একজন অবসরপ্রাপ্ত বিচারপতি যখন প্রধান বিচারপতির কোনো আদেশ নির্দেশ মানি না বলে বিবৃতি দেন তখন তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, রামপালে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করতে চাচ্ছে সরকার। কিন্তু সেটা করতে গিয়ে বিশ্বের ম্যানগ্রোভ খ্যাত সুন্দরবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকারের দুঃশাসনে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে -মির্জা ফখরুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ