Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসার ব্যয় মেটাতে রোগীরা সর্বস্বান্ত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চিকিৎসার ব্যয় মেটাতে রোগীরা সর্বস্বান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি হাসপাতালগুলোর উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, সাধারণ মানুষের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করা সম্ভব হয় না। তাই বেসরকারি পর্যায়ে সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা কমাতে হবে। তিনি বলেন, সরকারি পর্যায়ে দেশের সব মানুষের চিকিৎসা প্রদান করা সম্ভব হয় না। তবে সীমিত সম্পদের মধ্যেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি বলেন, দেশে জেলা পর্যায়ে হƒদরোগ চিকিৎসায় কোন উন্নত ব্যবস্থা নেই। তাই বেসরকারি উদ্যোগে বিভাগীয় ও জেলা পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল করার অনুরোধ জানান। তবে অবশ্যই মান বজায় রাখতে হবে।
জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক-এর সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, বিশ্বস্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. এন পারানিথারান।
এসময় বক্তারা বলেন, বিশ্বে প্রতি বছর ১ কোটি ৭৫ লাখ মানুষ হƒদরোগে মারা যায়। ধারণা করা হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে ২০৩০ সালের মধ্যে বছরে ২ কোটি ৩০ লাখ মানুষ হƒদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করবেন। মন্ত্রী এরপর রাজধানীর ব্র্যাক সেন্টারে যক্ষা নিয়ন্ত্রণে তামাকের ব্যবহার কমানোর দাবিতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। সেখানে জানানো হয়, বাংলাদেশে ১৫ বছরের বেশী বয়সী জনগোষ্ঠির মধ্যে ৪৩ দশমিক ৩ শতাংশ মানুষ কোন না কোনভাবে তামাক ব্যবহার করেন। প্রতিবছর প্রায় ৫৭ হাজার মানুষ তামাক ব্যবহারের কারণে মৃত্যুবরণ করেন।
বিকেলে মোহাম্মদ নাসিম জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রগ্রেসিভ ডক্টরস ইউনিয়ন (পিডিইউ)-এর উদ্যোগে অনুষ্ঠিত ‘স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা: প্রেক্ষাপট ও সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনারে অংশগ্রহণ করেন। সেখানে বলা হয়, রোগ হলে এর চিকিৎসা সমভাবে সকল মানুষেরই প্রয়োজন। জটিল রোগ ধনী দরিদ্র সব মানুষেরই হতে পারে। কিন্তু স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা না গেলে স্বল্প আয়ের দারিদ্র্য মানুষ যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন। এতে করে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডা. শহিদুল্লাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসার ব্যয় মেটাতে রোগীরা সর্বস্বান্ত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ