Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা, আশুরা ও দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বছর তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিয়ে (ছুরি-কাচি) নিয়ে বের হওয়া যাবে না। গতকাল বৃহস্পতিবার পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কার্যালয়ে ডিএমপির এক অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া একথা বলেন। 

আছাদুজ্জামান মিয়া বলেন, শারদীয় দুর্গাপূজার বিসর্জন ও তাজিয়া মিছিল একই দিনে পড়েছে। তাই দুই সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে তাজিয়া মিছিলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এজন্য এবার মিছিলে কেউ ধারালো অস্ত্র নিয়ে যাতে বের না হয় সে জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। দুই সম্প্রদায়ের পক্ষ থেকে এ বিষয়ে পুলিশকে আশ্বস্ত করেছে। তিনি আরো বলেন, তাজিয়া মিছিলে ছুরি-কাচি দিয়ে শরীরে আঘাত করে রক্তাক্ত করা কোনো ধর্মীয় অনুশাসনের মধ্যে নেই। এটা একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে।
নিরাপত্তার স্বার্থে শিয়া সম্প্রদায় এ বছর ছুরি-কাচি নিয়ে মিছিলে বের হবেন না বলে জানিয়েছে। মিছিলের দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা থাকবে। পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‌্যাব একসঙ্গে নিরাপত্তা নিশ্চিতের কাজ করবে। শিয়া সম্প্রদায় থেকেও স্বেচ্ছাসেবীরা মিছিলে নিজেদের নিরাপত্তা বলয় রাখবে। বাইরে থেকে কোনো অচেনা লোক যাতে মিছিলের ভেতরে প্রবেশ করতে না পারে সে বিষয় তারা নিরাপত্তা দেবে। কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি যাতে না হয় সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট তৎপর থাকবে। হিন্দু সম্প্রদায়ের দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য পলাশী মোড় হয়ে দোয়েল চত্বর, গোলাপ শাহ মাজার বাবু বাজার হয়ে বুড়িগঙ্গা পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় পুলিশ মোতায়েন থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ ডিএমপির অতিরিক্ত কমিশনার শাহবুদ্দিন কুরায়শী, গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ, শেখ নাজমুল আলম, ডিএমপি’র (মিডিয়া) উপ-কমিশনার মাসুদুর রহমান, এডিসি আবু ইউসুফ প্রমুখ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ