Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ালটনকে যতই দেখি বিস্মিত হই -স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ওয়ালটন বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে। ওয়ালটনকে যতই দেখি বিস্মিত হই। তাদের প্রতিটি পণ্যই মানসম্পন্ন। গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর কারণেই তারা দ্রততম সময়ে শিল্প বিপ্লব ঘটিয়েছে। বিভিন্ন দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছেÑ যা দেশের জন্য গর্বের বিষয়। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনে এলইডি লাইট উৎপাদন কারখানা উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা তিনি বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ালটন কারখানায় পৌঁছলে তাকে স্বাগত জানান ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম, পরিচালক এসএম রেজাউল আলম, তাহমিনা আফরোজ, নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর লে. কর্নেল (অব.) এমএ কাদের, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।
এলইডি লাইট বিদেশ থেকে আমদানিতে যে পরিমাণ শুল্ক দিতে হয়, তার চেয়ে অনেক বেশি শুল্ক দিতে হয় এ শিল্পের কাঁচামাল আমদানিতে।
এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব। দেশের উন্নয়নে সম্ভব সব কিছুই সরকার করবে। তিনি বলেন, উদ্যোক্তা এবং সরকার একসঙ্গে বসলে এ ধরনের সমাধান হবে। তিনি আরো বলেন, মানুষের চাহিদা ও রুচি সম্পর্কে ওয়ালটন ভালো বুঝে। সে অনুযায়ী বিশ্বমানের পণ্য মানুষের কাছে পৌঁছে দিয়ে দেশে বাজারে শক্ত অবস্থান তৈরি করছে। প্রতি মাসেই তাদের নতুন নতুন পণ্য বাজারে আসছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ওয়ালটনের কর্পোরেট ডকুমেন্টারি উপভোগ করেন। তিনি ওয়ালটনের প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এরপর মন্ত্রী ওয়ালটন মাইক্রোটেক কারখানা কমপ্লেক্সে এলইডি লাইট তৈরির কারখানা উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ালটনকে যতই দেখি বিস্মিত হই -স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ