পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার ঃ রাজধানীতে পিকআপের চাপায় পিষ্ট হয়ে জাহিদুল ইসলাম সাত্তার (৭) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সকালে মিরপুর-১২ নং সেকশনের সিরামিক্স কারখানার অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহতের পিতা জসিম উদ্দীন মিজি যুক্তরাষ্ট্র প্রবাসী। গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব থানার সতাগীতে।
মিরপুর থানার ওসি দাদন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সকালে সিরামিক্স কারখানার ভেতরের স্কুল থেকে বাসায় ফিরছিল প্রথম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম। এসময় সিরামিক কারখানার ৪ নং গেটের ভেতরে কারখানারই একটি পিকআপ তাকে চাপা দিলে তার মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, নিহতের দাদা দীন ইসলাম মিজি সিরামিক কারখানার সিবিএ’র সভাপতি এবং কারখানার ভেতরে স্টাফ কোয়ার্টারে সপরিবারে থাকেন। তবে এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে থানায় কোন মামলা দায়ের হয়নি বলে উল্লেখ করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।