পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, লকডাউনের মধ্যে গণ পরিবহন বন্ধ রেখে শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত শ্রমজীবী মানুষের সাথে তামাশা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে এ ধরনের সিদ্ধান্ত দেশকে এক ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিবে। তিনি এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। গতকাল এক বিবৃতিতে তিনি এ এসব কথা বলেন।
ডাকসুর সাবেক দুইবারের ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, শ্রমিকদের ভ্যাকসিন নিশ্চিত না করে, গণপরিবহন না খুলে এভাবে শিল্প কারখানা খুলে দেয়া দেশের শ্রমজীবী মানুষের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। তাই তারা জনগণের জীবন, মৃত্যু, ভোগান্তি কোনকিছুর তোয়াক্কা করে না। গরীব, অসহায়, মেহনতি মানুষদের তারা মানুষই মনে করে না। অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখাই তাদের একমাত্র লক্ষ্য। তারা একেক সময় একেক রকম ঘোষণা দিয়ে মানুষকে কেবল ভোগান্তিতে ফেলতে পারে।
মান্না বলেন, সরকার একটি বিশেষ মহলকে সন্তুষ্ট করতে দেশের কোটি কোটি মানুষকে সংক্রমণের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। শিল্প কারখানা খুলে দেয়ার ঘোষণার পর সারা দেশ থেকে অর্ধ কোটিরও বেশি শ্রমিক, কর্মজীবী শত শত মাইল পথ পায়ে হেঁটে, ছোট যানবাহনে গাদাগাদি করে দশ থেকে পনের গুণ ভাড়া দিয়ে ঢাকার পথে রওনা দিয়েছে। ফেরিঘাটগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। ফেরিতে মানুষের ভীড়ে তিল ধারণের জায়গা নেই। এতে একদিকে এই অসহায় শ্রমজীবী মানুষদের সীমাহীন ভোগান্তি সইতে হচ্ছে, অন্যদিকে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
তিনি আগামী সাত দিনের মধ্যে কর্মক্ষেত্রে ফেরা সকল শ্রমিকের ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানান।
MYcwienb eÜ †i‡L KviLvbv Ly‡j †`qv kÖgRxex‡`i mv‡_ Zvgvkv- gvngy`yi ingvb gvbœvi
÷vd wi‡cvU©vi : bvMwiK H‡K¨i AvnevqK gvngy`yi ingvb gvbœv e‡j‡Qb, jKWvD‡bi g‡a¨ MY cwienb eÜ †i‡L wkí KviLvbv Ly‡j †`qvi wm×všÍ kÖgRxex gvby‡li mv‡_ Zvgvkv| K‡ivbv msµg‡Yi EaŸ©MwZi g‡a¨ G ai‡bi wm×všÍ †`k‡K GK fqven cwiw¯’wZi w`‡K †V‡j w`‡e| wZwb G wm×v‡šÍi Zxeª cÖwZev` Rvbvb| MZKvj GK wee„wZ‡Z wZwb G Gme K_v e‡jb|
WvKmyi mv‡eK `yBev‡ii wfwc gvngy`yi ingvb gvbœv e‡jb, kÖwgK‡`i f¨vKwmb wbwðZ bv K‡i, MYcwienb bv Ly‡j Gfv‡e wkí KviLvbv Ly‡j †`qv †`‡ki kÖgRxex gvby‡li mv‡_ Zvgvkv Qvov Avi wKQzB bq| GB miKvi RbM‡Yi †fv‡U wbe©vwPZ bq| Zviv †fvU WvKvwZ K‡i ¶gZvq G‡m‡Q| ZvB Zviv RbM‡Yi Rxeb, g„Zz¨, †fvMvwšÍ †KvbwKQzi †Zvqv°v K‡i bv| Mixe, Amnvq, †gnbwZ gvbyl‡`i Zviv gvbylB g‡b K‡i bv| A‰eafv‡e ¶gZv Kzw¶MZ K‡i ivLvB Zv‡`i GKgvÎ j¶¨| Zviv G‡KK mgq G‡KK iKg †NvlYv w`‡q gvbyl‡K †Kej †fvMvwšÍ‡Z †dj‡Z cv‡i|
gvbœv e‡jb, miKvi GKwU we‡kl gnj‡K mš‘ó Ki‡Z †`‡ki †KvwU †KvwU gvbyl‡K msµg‡Yi SzuwKi g‡a¨ †d‡j w`‡q‡Q| wkí KviLvbv Ly‡j †`qvi †NvlYvi ci mviv †`k †_‡K Aa© †KvwUiI †ewk kÖwgK, Kg©Rxex kZ kZ gvBj c_ cv‡q †nu‡U, †QvU hvbevn‡b Mv`vMvw` K‡i `k †_‡K c‡bi ¸Y fvov w`‡q XvKvi c‡_ iIbv w`‡q‡Q| †dwiNvU¸‡jv Rbmgy‡`ª cwiYZ n‡q‡Q| †dwi‡Z gvby‡li fx‡o wZj avi‡Yi RvqMv †bB| G‡Z GKw`‡K GB Amnvq kÖgRxex gvbyl‡`i mxgvnxb †fvMvwšÍ mB‡Z n‡”Q, Ab¨w`‡K e¨vcKfv‡e msµgY Qwo‡q co‡Q|
wZwb AvMvgx mvZ w`‡bi g‡a¨ Kg©‡¶‡Î †div mKj kÖwg‡Ki f¨vKwmb wbwðZ Kivi `vwe Rvbvb|
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।