Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টিপাত অব্যাহত বাড়ছে তাপমাত্রা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এর প্রভাবে গতকালও অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও ভারী থেকে বিচ্ছিন্নভাবে অতি ভারী বর্ষণ হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় স›দ্বীপে ১১১ মিলিমিটার। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে ১৬, ফেনীতে ৭০, কক্সবাজারে ২৬, সিলেটে ১৪, রংপুর ও দিনাজপুরে ২২, মংলায় ১৫, কুমারখালীতে ২০, বরিশালে ২১, পটুয়াখালীতে ৪৯ মি.মি.সহ বেশিরভাগ স্থানে বৃষ্টি ঝরেছে।

তবে ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ এবং সর্বনিম্ন স›দ্বীপ, টেকনাফসহ চট্টগ্রাম বিভাগের ৫টি স্থানে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩২.২ এবং সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সে.। সারাদেশে সার্বিক তাপমাত্রা বেড়েছে।
আজ রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান জানান, দেশের সবক’টি বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এরপরের ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস কমতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, আগের সুস্পষ্ট লঘুচাপটি ভারতের বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর একটি বলয় ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাপমাত্রা

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ