পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আগামী ৩ মার্চ থেকে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু হবে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে হজ ও ওমরা মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাব সভাপতি ইব্রাহিম বাহার। হজযাত্রীদের সাথে হজ এজেন্সিগুলোর সরাসরি যোগাযোগের লক্ষ্যে চলতি বছর জাতীয় ঈদগাহ ময়দানে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার আয়োজন করেছে হাব কর্তৃপক্ষ। মধ্যস্বত্বভোগী গ্রুপ লিডাররা সরকার ও হাব ঘোষিত হজ প্যাকেজের চেয়ে কম টাকায় সারাদেশে কম টাকায় হজযাত্রী সংগ্রহ করছে। এতে হজযাত্রীগণ হজে গিয়ে প্রতারণার শিকার হয়ে থাকে। চলতি বছর সর্বনি¤œ (এ-গ্রুপ) হজ প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫ হাজার টাকা আর বি-গ্রুপের হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা। কম টাকায় হজযাত্রী সংগ্রহে নিষেধাজ্ঞা জারির পরেও এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী গ্রুপ লিডার গ্রামাঞ্চলে ২ লাখ ২০ হাজার টাকা থেকে ২ লাখ ৩০ হাজার টাকায় হজযাত্রী সংগ্রহ করছে দেদারসে। এসব গ্রুপ লিডারদের প্রতারণা থেকে রেহাই পেতে অন্যান্য বছরের ন্যায় এবারও তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার আয়োজন করেছে হাব কর্তৃপক্ষ। হাব সভাপতি মো. ইব্রাহিম বাহার বলেন, হজ ব্যবস্থাপনার কার্যক্রমকে সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে এবং আকর্ষণীয় হজ প্যাকেজসমূহ সরাসরি হজযাত্রীদের সামনে তুলে ধরার জন্য এবার জাতীয় ঈদগাহ ময়দানে হজ ও ওমরাহ মেলার আয়োজন করা হয়েছে। এবার হজ মেলায় প্রায় দু’শ হজ এজেন্সির স্টল বসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।