পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক মোহাম্মদ হারুনুর রশীদ তালুকদার গত ২৬ জুলাই ভোররাত চারটায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই কন্যা ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিনই মরহুমকে তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।
একজন প্রথিতযশা শিক্ষক হিসেবে তিনি সমাজের মানুষের কাছে ব্যাপক সুনাম ও পরিচিত অর্জন করেছিলেন। তিনি তার প্রথম কর্মজীবন শুরু করেন সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় সাংবাদিকতা দিয়ে। সেখানে দুই বছর চাকুরী করার পরে পেশা পরিবর্তন করে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পদে যোগ দেন। আশির দশকে তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের বাংলার প্রধান পরীক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া গ্যালাক্সী হসপিটাল (প্রা:) লিমিটেডের আমৃত্যু পরিচালকের পদে ছিলেন। তিনি শাহজাহান পুর মীর্জা আব্বাস মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষও ছিলেন। তিনি তার নিজের গ্রাম শরিয়তপুর জেলার সদর থানার, চন্দ্রপুর ইউনিয়নের রায়পুর গ্রামে তার পিতার নামে ‘রায়পুর আব্দুল খালেক তালুকদার.উচ্চ বিদ্যালয়‘ এবং তার মায়ের নামে একটি এতিম খানা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।