Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের ২০ জেলায় ১৮২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ২:৪০ পিএম | আপডেট : ২:৫০ পিএম, ২৮ জুলাই, ২০২১

করোনাভাইরাসে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জেলায় ১৮২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। এ জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী। এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

এরপরই চট্রগ্রামে ১৭ জন, ফরিদপুরে ১৭, সিলেটে ১৭, রংপুরে ১৬ জন, খুলনায় ১২, ময়মনসিংহে ১২ জন, খুলনায় ১২ জন, বরিশালে ১০ জন, কুমিল্লায় ৮, দিনাজপুরে ৮, ঠাকুরগাঁওয়ে ৫, ঝিনাইদহে ৫, সাতক্ষীরায় ৫ জন। কুষ্টিয়ার ৪, টাঙ্গাইলে ৩, কিশোরগঞ্জে ২, নেত্রকোনায় ২, বান্দরবানে ২।

গতকাল সারাদেশে জাতীয়ভাবে ঘোষিত করোনায় আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৯ জনে। এদিনে শনাক্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৯২৫ জনে। যা এ যাবত কালে দেশে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ