Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করছে যমুনা গ্রুপ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১০:৪০ পিএম | আপডেট : ১০:৪৪ পিএম, ২৭ জুলাই, ২০২১

আর্থিক সঙ্কটে থাকা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ কর‌তে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ যমুনা গ্রুপ। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোট এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।

মঙ্গলবার (২৭ জুলাই) যমুনা গ্রুপের প‌রিচালক মনিকা ইসলাম ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিকা ইসলাম জানান, ইভ্যালির সঙ্গে যমুনা গ্রুপের একটি পার্টনারশিপ চুক্তি হয়েছে। প্রাথমিকভাবে খুব শিগগিরই আমরা সেখানে ২০০ কোটি টাকা বি‌নি‌য়োগ করবো। এরপর ধাপে ধাপে মোট এক হাজার কোটি টাকা বি‌নি‌য়োগ করা হ‌বে।

ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, একটি দেশীয় উদ্যোগ হিসেবে আমাদের পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত।

যমুনার এই বিনিয়োগ ধারাবাহিক বিনিয়োগের অংশ এবং পরবর্তী ধাপেও তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এই বিনিয়োগ ইভ্যালির ভবিষ্যৎ উন্নয়ন এবং ব্যবসার পরিধি বাড়া‌তে ব্যয় করা হবে। গ্রাহকদের পুরোনো অর্ডার ডেলিভারি নিয়ে মোহাম্মদ রাসেল বলেন, পুরোনো অর্ডার যেগুলো পেন্ডিং সেগুলোর ডেলিভারির ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, প্রয়োজনে আমরা আরও বিনিয়োগের ব্যবস্থা করব।

বিনিয়োগের বিষয়ে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি, স্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

যেমন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে অ্যামাজন, চীনের ক্ষেত্রে আলিবাবা। তেমনি বাংলাদেশে ইতোমধ্যে নিজের একটি অবস্থান তৈরি করেছে দেশীয় ই-কমার্স ইভ্যালি।

শুধু দেশের সাধারণ মানুষের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে। যমুনা গ্রুপ দীর্ঘ ৫০ বছর ধরে দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করছে। এখন থেকে ইভ্যালি এবং যমুনা গ্রুপ সেই স্বপ্নপূরণে একে অপরের অংশীদার হলো।



 

Show all comments
  • Shagor sarker ২৮ জুলাই, ২০২১, ১:৩৮ পিএম says : 0
    ইভেলির যে মেধা তার যথাযথ মুল‍্যায়ন যমুনা গ্রুপ করেছে। এর জন‍্য ধন‍্যবাদ যমুনা গ্রুপ। তবে সরকারের পক্ষ থেকেও কিছু প্রত‍্যাশা ছিল সকলের।
    Total Reply(0) Reply
  • Shagor sarker ২৮ জুলাই, ২০২১, ১:৫৭ পিএম says : 0
    ইভেলির যে মেধা তার যথাযথ মুল‍্যায়ন যমুনা গ্রুপ করেছে। এর জন‍্য ধন‍্যবাদ যমুনা গ্রুপ। তবে সরকারের পক্ষ থেকেও কিছু প্রত‍্যাশা ছিল সকলের।
    Total Reply(0) Reply
  • MD MOSTANUR RAHMAN SHAMIM ২৮ জুলাই, ২০২১, ২:১৩ পিএম says : 0
    এই দুঃসময়ে দেশীয় ই-কমার্স ইভ্যালি পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই যমুনা গ্রুপ কে। নিজের দেশের ই-কমার্স কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে
    Total Reply(0) Reply
  • Rana ২৮ জুলাই, ২০২১, ৭:২৭ পিএম says : 0
    এই দুঃসময়ে দেশীয় ই-কমার্স ইভ্যালি পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই যমুনা গ্রুপ কে। নিজের দেশের ই-কমার্স কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে
    Total Reply(0) Reply
  • MD SALIM ২৮ জুলাই, ২০২১, ৭:৫১ পিএম says : 0
    দুঃসময় একজনের পাশে থাকার নামই হচ্ছে বন্ধুত্ব, কিন্তু রাসেল সাহেব কে অবশ্যই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সব সময়।
    Total Reply(0) Reply
  • সৈয়দ রাসেল ২৯ জুলাই, ২০২১, ২:২০ পিএম says : 0
    যমুনা গ্রুপ কে অসংখ্য ধন্যবাদ এই দুঃসময়ে ইভ্যেলির পাশে দাঁড়ানোর জন্য আশাকরি ভবিষ্যতে এভাবে দেশের মানুষের পাশে থাকবে যমুনা গ্রুপ।
    Total Reply(0) Reply
  • K.m.,bakibillah ১৩ আগস্ট, ২০২১, ৩:৩৮ পিএম says : 0
    Jamuna group k aunek aunek dhonnabad,E-valee er parse daranorjanne.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যমুনা গ্রুপ-ইভ্যালি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ