পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বৈশ্বিক করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা হাজার হাজার মাদরাসা সমূহের জন্য কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
গতকাল শনিবার এক বিবৃতিতে পার্টির নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়িক কারসাজি ও সিন্ডিকেটের মাধ্যমে কোরবানির চামড়ার ব্যাপক দরপতন ঘটানো হয়েছে। অনেক জায়গায় কোন মূল্য না পাওয়ার ফলে গরীব, দুস্থ ও এতিমদের অভিবাবকত্ব করা দেশের হাজার হাজার মাদরাসা চরম অর্থনৈতিক ঝুঁকির সম্মুখীন।
ইতিপূর্বে পবিত্র রমজান মাসেও করোনা পরিস্থিতির কারণে অর্থ সংগ্রহ করতে না পারায় মাদরাসাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যস্ত কওমি মাদরাসাগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখতে আর্থিক প্রণোদনা বরাদ্দ করা জরুরি হয়ে পড়েছে।
অন্যান্য সেক্টরের মতো দেশের জন্য গুরুত্বপূর্ণ এই সেক্টরকে বাঁচিয়ে রাখতে প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন, পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু তাহের খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।