Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হোলসিম স্ট্রং স্ট্রাকচার’ সিমেন্টের নতুন মোড়ক উন্মোচন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ৬:১৯ পিএম

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সিমেন্ট ব্র্যান্ড ‘হোলসিম স্ট্রং স্ট্রাকচার’ এর নতুন মোড়ক উন্মেচন করা হয়েছে। সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে নতুন এই মোড়ক উন্মোচন করেন কোম্পানির প্রধান নির্বাহি কর্মকর্তা রাজেশ সুরানা। এ সময় কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর গাজী মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। শনিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউটর এবং রিটেইলারদের নিয়ে একটি ডিজিটাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, যেখানে তারা নতুন এই মোড়ককে অত্যন্ত আকর্ষণীয় এবং মৌলিক বলে উল্লেখ করেন। বাংলাদেশ এর প্রিমিয়াম কোয়ালিটির সিমেন্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘হোলসিম স্ট্রং স্ট্রাকচার’। গুনগতমান এর কারনে এই সিমেন্টের চাহিদা রয়েছে এবং প্রকৌশলীরা এই সিমেন্ট ব্যবহারের পরামর্শ প্রদান করে থাকেন।

ডিজিটাল প্লাটফর্মে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাজেশ সুরানা বলেন, লাফার্জহোলসিম বাংলাদেশ সবসময় উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে আসছে। এরই অংশ হিসেবে আমরা ‘হোলসিম স্ট্রং স্ট্রাকচর’ সিমেন্টের জন্য নতুন মোড়ক উন্মোচন করেছি। নতুন এই মোড়ক অত্যন্ত আকর্ষণীয় এবং বাজারের অন্যান্য পণ্য থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের গ্রাকদের স্বপ্নের বাড়ি নির্মাণে তাদের সেরা সিমেন্ট সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাফার্জহোলসিম বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ