Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা ছেড়েছে ১ কোটি ফিরেছে ৮ লাখ সিম ব্যবহারকারী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ১২:০১ এএম

দুই সপ্তাহ কঠোর লকডাউনের পর ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করে সরকার। এই ফাঁকে পরিবারের সাথে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা ছাড়েন রাজধানীর এক কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৪৩টি মোবাইল ফোন সিম ব্যবহারকারী। গত ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তারা রাজধানী ছেড়ে গ্রামে গেছেন স্বজনদের সাথে ঈদ উৎসব উদযাপন করতে। এর মধ্যে গ্রামীণফেনের ৪৯ লাখ ৫৬ হাজার ৪০৪টি সিম, রবি আজিয়াটার ২৩ লাখ ৬১ হাজার ৭৮৭টি, বাংলালিংকের ২৭ লাখ ৪৫ হাজার ৮৭৮টি এবং টেলিটকের ৪ লাখ ৩০ হাজার ৬১৪টি সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন। আট দিনের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা ছাড়েন ঈদের আগের দিন গত ২০ জুলাই। ওই দিন ২৭ লাখ ৯৩ হাজার ৫১৪টি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়ে গ্রামে যান। ঈদের দিনেও ১১ লাখ ৮৬ হাজার, ঈদের পরের দিন ১০ লাখ ৪০ হাজার সিমের ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

এদিকে ঈদুল আজহা উদযাপন শেষে আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। যদিও গতকাল শুক্রবার সকাল থেকেই সারাদেশে লকডাউন কার্যকর হচ্ছে। এর আগে বৃহস্পতিবার ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম ব্যবহারকারী ঢাকায় ফিরেছেন। এর মধ্যে গ্রামীণফোনের ২ লাখ ২৪ হাজার ৭০৯টি, রবি আজিয়াটার ৩ লাখ ৮ হাজার ৪৯১টি, বাংলালিংকের ২ লাখ ৪৮ হাজার ১৫২টি ও টেলিটকের ৩৯ হাজার ১৬৪টি সিম রয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল শুক্রবার তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে এই তথ্য জানিয়েছেন। গত ঈদের মতো এবারও বিটিআরসি ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব দিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৮ লাখ সিম ব্যবহারকারী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ